নোটিশ

  • কোটেশন বিজ্ঞপ্তি নং-03 ভাংগা পৌরসভা (প্রকাশকাল: ১৯-০৯-২০২৪ইং)


    নিম্ন বর্ণিত কাজের/মালামাল ক্রয়ের/সরবরাহের জন্য অত্র পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব  তহবিলের অর্থে কনঞ্জারভেন্সী শাখার মালামাল ক্রয়ের লক্ষ্যে অভিজ্ঞতা সম্পন্ন এমন ব্যক্তি/ প্রতিষ্ঠানের নিকট হতে সিলমোহর কৃত খামে আগামী ২৩/০৯/২০২৪ ইং রোজ সোমবার সকাল ০৯.০০ টা হতে ১২.০০ ঘটিকার মধ্যে কার্যালয়ে দর পত্র বাক্সে কোটেশন/দরপত্র জমা দানের জন্য বলা যাচ্ছে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন কোটেশন/দরপত্র গ্রহণ অথবা বাতিল বা সকল কোটেশন/দরপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।



    ডাউনলোড নোটিশ